https://youtu.be/TNuT2GTrxHs
তো বন্ধুরা abs সম্পণ নাম antylock braking system
বন্ধুরা আপনারা তো নাম শুনেই বুঝতে পেরেছেন এটি একটি braking Systems।
তো এবার বলছি এটি কি ভাবে আপনার গাড়ির ভিতরে কাজ করে।
আপনি যখন এমারজেনসী টাইমে ব্রেক করেন তখন আপনার গাড়ির চাকা লক হয়ে যায় এরফলে চাকা তো গুরা বন্ধ হয়ে যায় কিন্তু গতির জন গাড়ি রাস্তাই স্কিড করতে থাকে এরফলে দূর্ঘটনা হওয়ার প্রবনতা অনেক বেরে যায় এই সমস্যার সমাধানের জন্য তৈরি করা হয়েছে abs বা anty braking system।
এই সিস্টেমে গাড়ির সব চাকাই সেন্সর লাগানো থাকে। আর এই সেন্সর চাকার গতি কেলকুলেট এরপর যখন আপনি এমারজেনসী ব্রেক করেন তখন ই সেন্সর কাজ করা শুরু করে দেই। মানে ব্রেক করার পর যখন চাকার গতি কমতে থাকে আর কমতে কমতে চাকা লক হওয়ার আগের মুহূর্তে সেন্সর সিস্টেমে ইনফরমেশন পাঠিয়ে দেই আর সিস্টেম চাকা আনর্বেক করে দেই আবার যখন গারি অল্প মোমেনটাম পাই আবার সিস্টেম র্বেক করে এরপর চাকা লক হবার আগের মূহুর্তে সেন্সর আবার ইনফরমেশন পাঠাই আর সিস্টেম আবার আনর্বেক করে। আর এই প্রসেস দ্রুত বার বার গঠতে থাকে। এরফলে গাড়ি র্বেক ও করা যায় তরঙ্গের চাকা লক ও হয় না।
thanx for the vital information.............
ReplyDelete